প্রণালী | সংযুক্ত করেছে | পৃথক করেছে |
পক প্রণালী | ভারত মহাসাগর- আরব সাগর | ভারত- শ্রীলঙ্কা |
জিব্রাল্টার প্রণালী | উত্তর আটলান্টিক - ভূমধ্যসাগর | আফ্রিকা( মরোক্ক) হতে ইউরোপ (স্পেন) |
দার্দানেলিস প্রণালী | ইজিয়ান সাগর- মর্মর সাগর | এশিয়া- ইউরোপ |
বাব- এল- মানদেব | এডেন সাগর( আরব সাগর) এবং লোহিত সাগর | এশিয়া -- আফ্রিকা |
বসবরাস প্রণালী | কৃষ্ণ সাগর- মর্মর সাগর | এশিয়া -ইউরোপ |
বেরিং প্রণালী | বেরিং সাগর-উত্তর সাগর | এশিয়া(রাশিয়া) হতে উত্তর আমেরিকা ( যুক্তরাষ্ট্রের আলাস্কা ) |
ডেভিস প্রণালী | বাফিন সাগর- ল্যাব্রাডার সাগর | গ্রিনল্যান্ড- কানাডা |
ডোভার প্রণালী | ইংলিশ চ্যানেল - উত্তর সাগর | ফ্রান্স- ব্রিটেন |
ইংলিশ চ্যানেল | আটলান্টিক মহাসাগর- উত্তর সাগর | ফ্রান্স -ব্রিটেন |
নর্থ চ্যানেল | আটলান্টিক মহাসাগর-আইরিস সাগর | উত্তর আয়ারল্যান্ড - স্কটল্যান্ড |
ফ্লোরিডা প্রণালী | মেক্সিকো উপসাগর - আটলান্টিক মহাসাগর | ফ্লোরিডা -কিউবা |
ফরমোজা প্রণালী | পূর্বচীন সাগর - টংকিং সাগর | তাইওয়ান চীন |
কোরিয়া প্রণালী | পূর্বচীন সাগর- জাপান সাগর | কোরিয়া জাপান |
মালাক্কা প্রণালী | বঙ্গোপসাগর - জাভা সাগর | সুমাত্রা- মালয়েশিয়া |
সুন্দা প্রণালী | ভারত মহাসাগর- জাভা সাগর | সুমাত্রা- জাভা |
হরমুজ প্রণালী | পারস্য উপসাগর - ওমান সাগর | আরব-ইরান |
মেসিনা প্রণালী | টিরহেনিয়ান সাগর- আইওনিয়ান সাগর | ইতালি-সিসিলি |
সিসিলি প্রণালী | টিরহেনিয়ান সাগর- ভূমধ্যসাগর | সিসিলি --আফ্রিকা |
প্রশ্ন : ভারতকে শ্রীলঙ্কা হতে পৃথক করেছে কোন পানিপথ ?
উত্তর : Palk Strait
প্রশ্ন : পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত ?
উত্তর : ভারত- শ্রীলঙ্কা
প্রশ্ন : শ্রীলঙ্কাকে ভারত থেকে পৃথক করেছে কো প্রণালী?
উত্তর : পক প্রণালী
প্রশ্ন : পক প্রণালী সংযুক্ত করেছে -
উত্তর : ভারত মহাসাগর ও আরব সাগর
প্রশ্ন: এশিয়া ও ইউরোপকে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : বসফরাস প্রণালী
প্রশ্ন : কোন প্রণালী এশিয়া মহাদেশকে ইউরোপ থেকে পৃথক করেছে ?
উত্তর : বসফরাস প্রণালী
প্রশ্ন : কোন প্রণালী ভূমধ্যসাগর ও কৃষ্ণসাগর কে যুক্ত করেছে ?
উত্তর : বসফোরাস প্রণালী
প্রশ্ন : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী
প্রশ্ন : জিব্রাল্টার প্রণালী কোন দুটিকে যুক্ত করেছে ?
উত্তর : ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর
প্রশ্ন : আফ্রিকাকে স্পেন হতে পৃথক করেছে কোন প্রণালী ?
উত্তর : জিব্রাল্টার প্রণালী
প্রশ্ন : কোন প্রণালী আফ্রিকা মহাদেশকে ইউরোপ মহাদেশ থেকে পৃথক করেছে ?
উত্তর : জিব্রাল্টার
প্রশ্ন: আফ্রিকা ও ইউরোপকে বিভক্তকারী প্রণালী কোনটি?
উত্তর : জিব্রাল্টার
প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী কোন কোন দেশকে পৃথক করেছে?
উত্তরঃ মরোক্ক ও স্পেন
প্রশ্নঃ জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে-
উত্তরঃ আফ্রিকা- স্পেন
প্রশ্নঃ আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ বেরিং প্রণালী
প্রশ্নঃ "বেরিং প্রণালী" কোন দুটি মহাদেশকে পৃথক করেছে?
উত্তরঃ আমেরিকা ও এশিয়া
প্রশ্নঃ হরমুজ প্রণালী অবস্থিত-
উত্তরঃ ওমান ও পারস্য উপসাগরের মধ্যে
প্রশ্নঃ ইংলিশ চ্যানেল সংযুক্ত করেছে-
উত্তরঃ আটলান্টিক মহাসাগর ও উত্তর সাগর কে।
প্রশ্নঃ ইজিয়ান সাগরের সাথে মর্মর সাগরেরে সংযোগকারী প্রাণালীটির নাম কি?
উত্তরঃ দার্দানেলিস প্রণালী
প্রশ্নঃ মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী?
উত্তরঃ মালাক্কা প্রণালী।
প্রশ্নঃ বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী?
উত্তরঃ মালাক্কা প্রণালী।
প্রশ্নঃ মালাক্কা প্রণালীর অবস্থান কোথায়?
উত্তরঃ দক্ষিণ পূর্ব এশিয়ায়
প্রশ্নঃ যুক্তরাজ্য থেকে ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রাণালী?
উত্তরঃ ডোভার প্রণালী।
প্রশ্নঃ ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরের সাথে সংযুক্ত করেছে কোন প্রণালী?
উত্তরঃ ডোবার প্রণালী।
প্রশ্নঃ আরব সাগর ও লোহিত সাগরের মধ্যস্থিত প্রণালীর নাম কি?
উত্তরঃ বাব-এল-মান্দেব
প্রশ্নঃ ফ্লোরিডা প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করেছে?
উত্তরঃ মেক্সিকো উপসাগর ও আটলান্টিক মহাসাগর।
প্রশ্নঃ কোন প্রণালী ভারত মহাসাগরকে দক্ষিণ চীন সাগরের সাথে যুক্ত করেছে?
উত্তরঃমালাক্কা