ড. মুহাম্মদ ইউনুস বাংলাদেশি নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ। তিনি ১৯৪০ সালে চট্রগ্রামের হাটহাজারী উপজেলার বাথুয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি চট্রগাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিষয়ের একজন অধ্যাপক ছিলেন।। তিনি ক্ষুদ্রঋণ এবং ‘ সামাজিক ব্যবসা' ধারণার প্রবর্তক। তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা।
মুহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরুষ্কার লাভ করেন। নোবেল পুরুষ্কার প্রাপ্তির দিক থেকে তিনি প্রথম বাংলাদেশি এবং তৃতীয় বাঙ্গালি, উপমহাদেশের মধ্যে সপ্তম এবং ৩৮তম এশীয়। শান্তিতে নোবেল পুরুষ্কার প্রাপ্তির দিক থেকে তিনি দক্ষিণ এশিয়ার মধ্যে দ্বিতীয়।
তিনি ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং ২০১০ সালে, কংগ্রেসনাল গোল্ড মেডেলসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন। তিনি সেই সাতজন ব্যক্তির একজন যারা নোবেল শান্তি পুরুষ্কার, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল পেয়েছেন।
২০১২ সালে, তিনি স্কটল্যান্ডের গ্লাসগো ক্যালেডিয়ান বিশ্ববিদ্যালয়ের আচার্য হন এবং ২০১৮ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি ২০২৪ সালের ৮ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন। এছাড়া তিনি ১৯৯৬ সালে র তত্ত্বাবধায়ক সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থের নাম 'ব্যাংকার টু দ্যা পুওর' ।
পুরুষ্কার ও সম্মাননা
- ১৯৮৪ সালে ফিলিপাইন থেকে রামোন ম্যাগসেসে পুরুষ্কার পান।
- বাংলাদেশ স্বাধীনতা পুরুষ্কার পান ১৯৮৭ সালে।
- গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে ইন্দিরাগান্ধী পুরুষ্কার লাভ করেন ১৯৯৮ সালে।
- অর্থনৈতিক কাজের জন্য নোবেল শান্তি পুরুষ্কার লাভ করেন ২০০৬ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান ২০০৯ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা কংগ্রেসাল গোল্ড মেডেল পান ২০১০ সালে।
- ক্রীড়া উন্নয়নের জন্য অলিম্পিক লরেল পুরুষ্কার পান ২০২১ সালে।
- মানব মর্যাদা, সমতা এবং ন্যায়বিচার বৃদ্ধির জন্য তাঁর আলোকিত নেতৃত্ব এবং উদ্ভাবনের স্বীকৃতি স্বরুপ ২০২১ সালে ইউনুসকে ইউনাইটেড নেশনস ফাউন্ডেশ্নের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ পুরুষ্কার দেওয়া হয়।
তথ্যসূত্রঃ উইকিপিডিয়া
বিসিএসসহ বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির পরীক্ষায় আগত প্রশ্নোত্তরঃ
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস জন্ম গ্রহণ করেন কত তারিখে/সালে?
উত্তরঃ ২৮জুন ১৯৪০ সালে
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুসের জন্মস্থান-
উত্তরঃ চট্রগ্রাম, হাঠাজারী, বাথুয়া।
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস পড়াশুনা করেন কোথায়?
উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থনীতি বিভাগ।
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস অর্থনীতিতে পিএইচ ডি করেন কত সালে-
উত্তরঃ ১৯৬৯ সালে যুক্তরাষ্ট্র থেকে।
প্রশ্নঃ. ড. মুহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রী লাভ করেন?
উত্তরঃ ভেল্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র।
প্রশ্নঃ. ড. মুহাম্মদ ইউনুস কোন বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক ছিলেন?
উত্তরঃ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রশ্নঃ. ড. মুহাম্মদ ইউনুস কত সালে চট্রগাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক হিসাবে যোগদান করেন?
উত্তরঃ ১৯৭২ সালে।
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস -
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ ধারণার প্রবর্তক।
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন যে গ্রামে তার নাম কী?
উত্তরঃ জোবরা গ্রামে
প্রশ্নঃ প্রফেসর ইউনুসের গ্রামের নাম কী?
উত্তরঃ বাথুয়া।
প্রশ্নঃ.১৯৭১ সালে ড. মুহাম্মদ ইউনুস মুক্তিযুদ্ধের সমর্থনে যুক্তরাষ্ট্রে গঠন করে -
উত্তরঃ বাংলাদেশ ইনফরমেশন সেন্টার।
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস তেভাগা খামার প্রতিষ্ঠা করে?
উত্তরঃ ১৯৭৪ সালে
প্রশ্নঃ গ্রামীন ব্যাংক প্রকল্প রুপে কার্যক্রম শুরু করে
উত্তরঃ ১৯৭৬ সালে।
প্রশ্নঃ কোন গ্রাম থেকে গ্রামীন ব্যাংকের কার্যক্রম শুরু হয় ?
উত্তরঃ জোবরা গ্রাম
প্রশ্নঃ নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সূচনাপর্বে জোবরা গ্রামে ক্ষুদ্র ঋন গ্রহীতা দারিদ্র গৃহবধুর নাম কি?
উত্তরঃ সুফিয়া বেগম
প্রশ্নঃ প্রফেসর ইউনুস কতসালে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন?
উত্তরঃ ১৯৭৬ সালে।
প্রশ্নঃ প্রফেসর ইউনুস Presdent award লাভ করেন?
উত্তরঃ ১৯৭৮ সালে।
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয় -
উত্তরঃ ১৯৮৩সালে
প্রশ্নঃ বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংক প্রকল্পকে কবে একটি স্বতন্ত্র ব্যাংকে পরিণত করে -
উত্তরঃ ১৯৮৩সালে
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক আনুষ্ঠানিক ভাবে কার্যক্রম শুরু করে -
উত্তরঃ ২ অক্টোবর ১৯৮৩ সালে
প্রশ্নঃ বর্তমান গ্রামীণ ব্যাংকের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়
উত্তরঃ ক্ষুদ্র ও কৃষি ঋণ দানের মাধ্যমে।
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংকের বৈশিষ্ট্য-
উত্তরঃ আমানত ছাড়া ঋণ প্রদান
প্রশ্নঃ প্রফেসর ইউনুস স্বাধীনতা পুরুস্কার লাভ করেন-
উত্তরঃ ১৯৮৭সালে
প্রশ্নঃ প্রফেসর ইউনুস র্যামন ম্যাগসেসে পুরুস্কার লাভ করেন-
উত্তরঃ ১৯৮৪ সালে
প্রশ্নঃ প্রফেসর ইউনুস আগাখান পুরুস্কার লাভ করেন-
উত্তরঃ ১৯৮৯ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস বিশ্ব খাদ্য পুরুস্কার লাভ করেন-
উত্তরঃ ১৯৯৪ সালে
প্রশ্নঃ তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা নির্বাচিত হয় /দায়িত্ব পালন করেন-
উত্তরঃ ১৯৯৬ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসাবে কোন মন্ত্রণালয়য়ের দায়িত্ব পালন করেন-
উত্তরঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং পরিবেশ ও বন মন্ত্রণালয়।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সিডনি শান্তি পুরুস্কার লাভ করে-
উত্তরঃ ১৯৯৮সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ‘ A Bangker to the Poor” গ্রন্থটি রচনা করেন কত সালে
উত্তরঃ ১৯৯৯ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ইন্দিরা গান্ধী পুরুস্কার লাভ করে-
উত্তরঃ ১৯৯৮ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস মহাত্মা গান্ধী পুরুস্কার লাভ করে
উত্তরঃ ২০০২ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ভলভো শান্তি পুরুস্কার লাভ করে-
উত্তরঃ ২০০৩ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সিউল শান্তি পুরুস্কার লাভ করে-
উত্তরঃ ২০০৬ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পুরুস্কার লাভ করে-
উত্তরঃ ২০০৬ সালে।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস ২০০৬ সালের কোন তারিখে অসলোতে নোবেল পুরুষ্কার গ্রহণ করে ?
উত্তরঃ ১০ ডিসেম্বর।
প্রশ্নঃ ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী হলো-
উত্তরঃ গ্রামীণ ব্যাংক ও ড. মুহাম্মদ ইউনুস যৌথভাবে।
প্রশ্নঃ ২০০৬ সালে শান্তিতে নোবেল পুরুষ্কার পান কে ?-
উত্তরঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরুষ্কার পান?-
উত্তরঃ Peace / শান্তিতে
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস দক্ষিণ এশিয়ার শান্তিতে কততম নোবেল বিজয়ী?-
উত্তরঃ ২য়/দ্বিতীয়
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস সিউল শান্তি পুরুস্কার লাভ করে-
উত্তরঃ ২০০৬ সালে।
প্রশ্নঃ ইউনুস সেন্টার চালু হয়-
উত্তরঃ ২০০৮ সালে
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পান কত সালে?
উত্তরঃ ২০০৯ সালে
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের কংগ্রেসাল গোল্ড মেডেল পান কত সালে?
উত্তরঃ ২০১০ সালে।
প্রশ্নঃ যুক্তরাষ্ট্রের কংগ্রেসাল গোল্ড মেডেল লাভ কারী প্রথম বাংলাদেশি-
উত্তরঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ বাংলাদেশের যে নাগরিক যুক্তরাষ্ট্রের কংগ্রেসাল গোল্ড মেডেল পেয়েছেন?
উত্তরঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ A world of Three Zeros; The New Economics of Zero Poverty , Zero Unemployment and Zero Net carbon Emission গ্রন্থটি রচনা করেন কত সালে ?
উত্তরঃ ২০১৭ সালে।
প্রশ্নঃ Who is the proponent of the concept of Three zeros?
উত্তরঃ Muhammad Yunus
প্রশ্নঃ থ্রি জিরো তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তরঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস অলিম্পিক লরেল লাভ করেন -
উত্তরঃ ২০২০ সালে ক্রিয়া উন্নইয়নের জন্য।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস মানব মর্যাদা, সমতা এবং ন্যায় বিচার বৃদ্ধির জন্য ২০২১ সালে কোন পুরুষ্কারটি লাভ করেন -
উত্তরঃ “ চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ”
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কত তারিখে অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেশটা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? -
উত্তরঃ ৮ আগস্ট ২০২৪।
প্রশ্নঃ প্রফেসর ড. মুহাম্মদ ইউনুস কোন পত্রিকায় কলাম লিখতেন?
উত্তরঃ আজাদী
প্রশ্নঃ ব্রিটেনের কোন জার্নালে নোবেল বিজয়ী কোন জার্নালে ড. মুহাম্মদ ইউনুস কে Nation Builder বলা হত? ?
উত্তরঃ দ্যা নেচার।
প্রশ্নঃ গ্রামীন ব্যাংকের ধারণা বাংলাদেশের বাইরে প্রথম কোন দেশ চালু করে?
উত্তরঃ মালয়েশিয়া।
প্রশ্নঃ বিশ্বের কোন দেশ গ্রামীন ব্যাংকের আদলে সে দেশে ক্ষুদ্র ঋণ চালু করে?
উত্তরঃ জাপান
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুস রচিত বইগুলোর নাম কী কী?
উত্তরঃ ১। বালক পরিব্রাজকের দিনলিপি।
২। এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস
৩। দারিদ্রহীন বিশ্বের অভিমুখে
৪। যোগ্য প্রার্থীর আন্দোলন
৫। ব্যাংকার টু দ্যা পুওর
প্রশ্নঃ দ্যা আর্ট অফ ট্রায়াম্ফ কী ?
উত্তরঃ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কানাডিয়ান প্রধান মন্ত্রী জাস্টিন ট্রডোকে “ দ্যা আর্ট অফ ট্রায়াম্ফ” উপহার দেন। এটি বাংলাদেশের গত ২০২৪ সালে জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্রময় গ্রাফিতি চিত্রের সংকলন।
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুসের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলের নাম কী?
উত্তরঃ নাগরিক শক্তি।
প্রশ্নঃ কোন অলিম্পকে মশাল বহন করেন?
উত্তরঃ টোকিও
প্রশ্নঃ সামাজিক ব্যবসা ( Social Bussiness) ধারণার প্রবর্তক-
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ ক্ষুদ্র ঋণের প্রবর্তক কে ?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ ইউরোপের কোন দেশে ড. মুহাম্মদ ইউনুসের সামাজিক ব্যবসায় কেন্দ্র স্থাপিত হয়েছে?
উত্তরঃ রোমানিয়া / আলবেনিয়ায়
প্রশ্নঃ ড. মুহাম্মদ ইউনুসের আত্মজীবনী মূলক গ্রন্থের নাম কী?
উত্তরঃ দারিদ্রহীন বিশ্বের অভিমুখে/ A Banker to the Poor
প্রশ্নঃ ‘ দারিদ্রহীন বিশ্বের অভিমুখে’ আত্মজীবনী মূলক গ্রন্থটি কার লেখা? ?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ ‘ প্রথম বাংলাদেশি হিসাবে শান্তিতে নোবেল পুরুষ্কার লাভ করেন কে?
উত্তরঃ ড. মুহাম্মদ ইউনুস
প্রশ্নঃ বাংলাদেশের কোন প্রতিষ্ঠানটি মাইক্রোক্রেডিট সম্মেলনের উদ্দোক্তা?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
প্রশ্নঃ কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশে ও বিদেশে সুনাম কুড়িয়েছে?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংকে দরিদ্র মহিলারা ঋণ ভোগী কত ভাগ?
উত্তরঃ ৯৫ ভাগের বেশি।
প্রশ্নঃ বাংলাদেশের কোন ব্যাংক বিনা জামানতে ঋণ দেয়?
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক কেন বিখ্যাত?
উত্তরঃ দরিদ্র পরিবারকে জামানত বিহীন ঋণ দেওয়ার জন্য।
প্রশ্নঃ গ্রামীণ ব্যাংক কাদের বেশি সাহায্য করে?
উত্তরঃ গ্রামের ভূমিহীন ও দরিদ্র জনসাধারণের
প্রশ্নঃ বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে অর্থায়ন করছে কোন ব্যাংক।
উত্তরঃ গ্রামীণ ব্যাংক
প্রশ্নঃ জাতিসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশনে ড. মুহাম্মদ ইউনুস ভাষণ প্রদান করে?
উত্তরঃ ৭৯তম.