দিবস ও সময় উল্লেখ করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়
Home » বাংলাদেশ  »  বাংলাদেশের শিক্ষাব্যবস্থা  »  ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রতিষ্ঠার পটভূমিঃ

১৯১১ সালে বৃটিশ সরকার বঙ্গভঙ্গ রদের ঘোষণা দিলে পূর্ব বাংলার মুসলমানদের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। এই সময়ে ১৯১২ সালের প্রথম দিকে বৃটিশ ভারতের ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ ঢাকায় আগমন করলে নবাব সলিমুল্লা এ অঞ্চলের মানুষের শিক্ষার জন্য একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানান। লর্ড হার্ডিঞ্জ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আশ্বাস দেন। নবান সলিমুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য জমি দান করেন।

নাথান কমিটিঃ

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য গঠিত কমিটির নাম ' নাথান কমিটি'। এই কমিটি গঠিত হয় ২৭ মে , ১৯১২ সালে। এই কমিটিতে মোট ১৩ জন সদস্য ছিলেন এবং কমিটির সভাপতি ছিলেন ব্যারিস্টার রবার্ট নাথান। এই কমিটি ১৯১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রুপরেখা সম্বলিত একটি সুপারিশ তৎকালীন সরকারের কাছে জমা দেন। ১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধের কারনে নাথান কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের কাজ মূলতবি হয়ে যায়।

স্যাডলার কমিশনঃ

নাথান কমিটির সুপারিশ অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯১৭ সালে ড. মাইকেল ই স্যাডলার এর নেতৃত্বে একটি স্বাধীন কমিশন গঠন করা হয়। এই কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাঃ

বাংলাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়। ১ জুলাই, ১৯২১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকালীন অনুষদ তিনটি ( কলা, বিজ্ঞান ও আইন) । বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য বা চ্যান্সেলর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য লর্ড ডানডাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান আচার্য হলেন মহামান্য রাষ্ট্রপতি। পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে ‘ Truth shall prevail‘ লেখা ছিলো। বর্তমান মনোগ্রামের শ্লোগান, ‘ শিক্ষাই আলো’।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বা ভিসি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণের তালিকা

১। স্যার পিজে হার্টগ

২। প্রফেসর  জর্জ হ্যারি ল্যাংলি

৩। স্যার এ. এফ. রহমান

৪। ড. রমেশচন্দ্র মজুমদার

৫। ড. মাহমুদ হাসান

৬। ড. সৈয়দ মোয়াজ্জেম হুসাইন

৭। ড. ডাব্লিউ এ  জেনকিন্স

৮। বিচারপতি মুহম্মদ ইব্রাহীম

৯। বিচারপতি হামুদুর রহমান

১০। ড. মাহমুদ হুসেন

১১। ড. মো. ওসমান গণি

১২। বিচারপতি আবু সাঈদ চৌধুরী

১৩। ড. মোজাফফর আহমেদ চৌধুরী

১৪। ড. আব্দুল মতিন চৌধুরী

১৫। অধ্যাপক এম শামসুল হক

১৬। অধ্যাপক ফজলুল হালিম চৌধুরী

১৭। এ কে এম সিদ্দিক

১৮। অধ্যাপক এম শামসুল হক

১৯। অধ্যাপক  আব্দুল মান্নান

২০। অধ্যাপক  মোহাম্মদ মনিরুজ্জামান মিঞা

২১। অধ্যাপক   এমাজউদ্দিন  আহমেদ

২২। অধ্যাপক  শহিদ উদ্দিন আহমেদ ( ভারপ্রাপ্ত উপাচার্য)

২৩। অধ্যাপক  এ কে আজাদ চৌধুরী

২৪। অধ্যাপক  আনোয়ারুল্লাহ চৌধুরী

২৫। অধ্যাপক  এ. এফ. এম. ইউসুফ হায়দার ( ভারপ্রাপ্ত)

২৬। অধ্যাপক এস. এম. এ. ফায়েজ

২৭। অধ্যাপক ড. আ  ম স আরেফিন সিদ্দিক

২৮। অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামান

২৯। অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল

৩০। নিয়াজ আহমেদ খান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন হল তিনটি। যথাঃ সলিমুল্লাহ, জগ্ননাথ ও শহীদুল্লাহ হল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আবাসিক হল ১৯টি।এর মধ্যে ছাত্রীদের হল ৫টি। ছাত্রীদের জন্য প্রতিষ্ঠিত প্রথম আবাসিক হল- রোকেয়া হল।

ছেলেদের হল ১৪টিঃ

১। জগন্নাথ হল

২। সলিমুল্লাহ হল

৩। শহীদুল্লাহ হল

৪।ফজলুল হক মুসলিম হল

৫। স্যার এ এফ রহমান হল

৬। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

৭। স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হল

৮। কবি জসীম উদ্দিন হল

৯। অমর একুশে হল

১০। সূর্যসেন হল

১১। বিজয় একাত্তর হল

১২। জহুরুল হক হল

১৩। হাজী মুহাম্মদ মুহসীন হল

১৪। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল।

মেয়েদের হল ৫টিঃ

১। রোকেয়া হল

২। শামসুন্নাহার হল

৩। বেগম সুফিয়া কামাল হল

৪। বাংলাদেশ কুয়েত মৈত্রী হল

৫। বেগম ফজিলাতুন্নেছা হল

বিসিএস সহ বিভিন্ন চাকরীর পরীক্ষায় আগত প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ  কি কারণে স্যাডলার কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করে?

 উত্তরঃ এতদঞ্চলের জনগনের দাবি।

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যে কমিশন গঠিত হয়েছিলো তার নাম কি?

  উত্তরঃ নাথান কমিশন।

প্রশ্নঃ ঢাক বিশ্ববিদ্যালয় বিল কত সালে আইনে পরিনত হয়?

উত্তরঃ ১৮ মার্চ , ১৯২০

প্রশ্নঃ নাথান কমিশন যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সাথে যুক্ত-

   উত্তরঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রশ্নঃ  কোন ব্রিটিশ ভাইসরয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় গুরুত্বপুর্ণ ভূমিকা পালন করেন?

   উত্তরঃ   লর্ড হার্ডিঞ্জ।

প্রশ্নঃ  ঢাকার সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কোনটি?

   উত্তরঃ   ঢাকা বিশ্ববিদ্যালয় ।

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয় কোন সালে প্রতিষ্ঠিত হয় ?

   উত্তরঃ    ১৯২১ সালের ১ জুলাই ।

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম ছাত্র ভর্তি করে-

   উত্তরঃ   ১৯২১ সালে ।

 প্রশ্নঃ  কোন সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তার শিক্ষাবর্ষ শুরু করে?

উত্তরঃ ১৯২১ সালে

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস কোন তারিখে পালিত হয়?

উত্তরঃ ১ জুলাই।

প্রশ্নঃ ‘  ঢকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে কোন কথাটি লেখা ছিলো?

 উত্তরঃ  “Truth shall prevail”

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য কে?

উত্তরঃ রাষ্ট্রপতি।

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রথম ভাইস- চ্যান্সেলর ( উপাচার্য) কে ছিলেন?

উত্তরঃ  পি ,জে , হার্টস । 

প্রশ্নঃ   উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন কে?

উত্তরঃ স্যার এফ রহমান।

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রথম ভারতীয়  উপাচার্য কে?

 উত্তরঃ  স্যার এফ রহমান।

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রথম মুসলিম  উপাচার্য কে?

উত্তরঃ  স্যার এফ রহমান।

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রথম   বাঙ্গালি  উপাচার্য কে ছিলেন?

উত্তরঃ  স্যার এফ রহমান।

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের  ভাইস- চ্যান্সেলর ছিলেন -

 উত্তরঃ   আর সি মজুমদার=ড. রমেশ চন্দ্র মজুমদার।

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের   কোন প্রাক্তন উপাচার্য ভারতের এক প্রাক্তন রাষ্ট্রপতির ভাই?

উত্তরঃ   ড. মাহমুদ হোসেন

প্রশ্নঃ  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রথম    সমাবর্তন কত সালে অনুষ্ঠিত হয়?

উত্তরঃ   ১৯২৩ সালে।

প্রশ্নঃ  যে মহিলার নামে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের  প্রথম   ছাত্রী নিবাস স্থাপিত হয়?

উত্তরঃ   বেগম রোকেয়া

প্রশ্নঃ   কোন কবির নামানুসারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রাবাসের নামকরণ করা হয়েছে?

উত্তরঃ    কবি জসীম উদ্দিন

প্রশ্নঃ     ঢাকা বিশ্ববিদ্যালয়ের   সলিমুল্লাহ মুসলিম হল কোন বছর নির্মিত হয়?

উত্তরঃ   ১৯২১

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন -

উত্তরঃ  বুদ্ধদেব বসু

প্রশ্নঃ স্যার পি জে হার্টস ইন্টারন্যাশনাল হল অবস্থিত-

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্নঃ বাংলাদেশের একমাত্র খাদ্য ও পুষ্টি ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্নঃ  Civil Service College, Dhaka  কোন বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত?

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্নঃ এমিরিটাস প্রফেসর’ এর মেয়াদ কত বছর?

উত্তরঃ আজীবন।

প্রশ্নঃ  Doctor of Philosophy এর সংক্ষিপ্ত রুপ-

উত্তরঃ  Ph.D

প্রশ্নঃ TOEFL এর পূর্ণ রুপ-

উত্তরঃ  Test of English as a foreign Language.

প্রশ্নঃ স্বাধীনতা পুরুস্কার লাভ করেছে—

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্নঃ যে প্রতিষ্ঠানকে ২০১১ সালে শিক্ষায় স্বাধীনতা দিবস পুরুস্কার দেয়া হয়-

উত্তরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রীর নাম কি?

উত্তরঃ নীলা নাগ

প্রশ্নঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রীর নাম কি?

উত্তরঃ ফজিলাতুন্নেছা

Leave a Comment