দিবস ও সময় উল্লেখ করুন
মহাদেশ
Home » আন্তর্জাতিক  »  মহাদেশ  »  মহাদেশ
মহাদেশ

পৃথিবীতে মোট সাতটি মহাদেশ আছে।

ক্রমিক নংমহাদেশ গুরুত্বপূর্ণ বিষয়
এশিয়াপৃথিবীর বৃহত্তম মহাদেশ
এশিয়া মহাদেশ আফ্রিকার ১.৫ গুণ, উত্তর আমেরিকার ১.৮২ গুণ, দক্ষিণ আমেরিকার ২.৪ গুণ, ইউরোপের ৪.১৯গুণ, ওশেনিয়ার ৫.৭৩ গুন এবং এন্টার্কটিকার ৩.১৩ গুণ বড়।
আফ্রিকাইউরোপ মহাদেশের দক্ষিণে অবস্থিত।
এশিয়া মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে লোহিত সাগর।
ইউরোপ মহাদেশকে আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে ভূমধ্যসাগর।
উত্তর আমেরিকা১৪৯২ সালে ইতালির নাবিক ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন।
 ইতালিয়ান নাবিক আমেরিগো ভেস্পুচির নামানুসারে মহাদেশটির নামকরণ করা হয়।
আমেরিকা মহাদেশকে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ হতে পৃথক করেছে আটলান্টিক মহাসাগর।
দক্ষিণ আমেরিকাআমেরিকা মহাদেশকে এশিয়া মহাদেশ হতে পৃথক করেছে প্রশান্ত মহাসাগর।
এন্টার্টিকামানব বসতিহীন বরফাচ্ছন্ন মহাদেশ। পৃথিবীর মোট জমাটবদ্ধ বরফের ৯০% এন্টার্কটিকা মহাদেশে রয়েছে।
এন্টার্কটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।
ইউরোপইউরাল পর্বত, ইউরাল নদী এবং কাস্পিয়ান সাগর এশিয়াকে ইউরোপ হতে পৃথক করেছে।
ওশেনিয়া বা অস্ট্রেলিয়াপৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ।
‘ অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ এশিয়ার দক্ষিণাঞ্চল।

মহাদেশভিত্তিক  আয়তনে বৃহত্তম ও ক্ষুদ্রতম দেশ

ক্রমিক নংমহাদেশআয়তনে বৃহত্তম দেশআয়তনে ক্ষুদ্রতম দেশ
এশিয়াচীন মালদ্বীপ
আফ্রিকাআলজেরিয়া সিচেলিস
উত্তর আমেরিকাকানাডাসেন্টকিটস এন্ড নেভিস
 দক্ষিণ আমেরিকাব্রাজিলসুরিনাম
এন্টার্কটিকা  
ইউরোপরাশিয়াভ্যাটিকান সিটি
ওশেনিয়া/অস্ট্রেলিয়াঅস্ট্রেলিয়ানাউরু  

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত প্রশ্নোত্তরঃ   

প্রশ্নঃ পৃথিবীতে কতটি মহাদেশ আছে?

উত্তরঃ ৭ টি।

প্রশ্নঃ ইউরোপ মহাদেশের দক্ষিণে কোন মহাদেশ অবস্থিত?

উত্তরঃ আফ্রিকা।

প্রশ্নঃ লোহিত সাগর যে দুটি মহাদেশকে আলাদা করেছে?

উত্তরঃ আফ্রিকা ও এশিয়া।

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া।

প্রশ্নঃ আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ এশিয়া

প্রশ্নঃ পৃথিবীর দ্বিতীয়  বৃহত্তম মহাদেশ কোনটি?

উত্তরঃ আফ্রিকা।

প্রশ্নঃ পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?

উত্তরঃ অস্ট্রেলিয়া।

প্রশ্নঃ আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?

উত্তরঃ চীন।

প্রশ্নঃ আয়তন অনুসারে এশিয়ার সবচেয়ে ছোট দেশ কোনটি?

উত্তরঃমালদ্বীপ।

প্রশ্নঃ আয়তনের দিক থেকে আফ্রিকার ক্ষুদ্রতম দেশ কোনটি?

উত্তরঃ সিচেলিস

প্রশ্নঃ আয়তনে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ কোনটি?

উত্তরঃ ব্রাজিল

প্রশ্নঃ পৃথিবীর মোট বরফের কত ভাগ এন্টার্কটিকাতে আছে?

উত্তরঃ ৯০ ভাগ

প্রশ্নঃ এন্টার্কটিকা মহাদেশে কোন খনিজ পাওয়া যায়?

উত্তরঃ কয়লা

প্রশ্নঃ কোন দেশের সাথে আর্কটিকের বৃহত্তম সীমান্ত রয়েছেঃ

উত্তরঃ রাশিয়া।

বিশ্বের বৃহত্তম ও ক্ষুদ্রতম ৫ টি দেশ

ক্রমআয়তনে বৃহত্তম দেশজনসংখ্যায় বৃহত্তম দেশআয়তনে ক্ষুদ্রতম দেশজনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ
রাশিয়াভারতভ্যাটিকান সিটি
কানাডাচীনমোনাকোটুভ্যালু
যুক্তরাষ্ট্রনাউরু
চীনইন্দোনেশিয়াটুভ্যালুপালাউ
ব্রাজিলসানম্যারিনো

বিসিএসসহ বিভিন্ন চাকরির পরীক্ষায় আগত প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?

উত্তরঃরাশিয়া

প্রশ্নঃ সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবার পর আয়তনে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?

উত্তরঃ রাশিয়া

প্রশ্নঃ আয়তনের দিক থেকে পৃথিবীর  দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি?

উত্তরঃকানাডা

প্রশ্নঃ আয়তনের দিক থেকে পৃথিবীর তৃতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি?

উত্তরঃমার্কিন যুক্তরাষ্ট্র

প্রশ্নঃ আয়তনের দিক থেকে পৃথিবীর ক্ষুদ্রতম  দেশ কোনটি?

উত্তরঃভ্যাটিকান সিটি

প্রশ্নঃ আয়তন ও লোকসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম  দেশ কোনটি?

উত্তরঃভ্যাটিকান সিটি

Leave a Comment