প্রশ্ন : তেতুল খেতে টক লাগে কেন ?
উত্তর : টারটারিক এসিড থাকার কারণে ।
প্রশ্ন : পেঁয়াজ কাটার সময় চোখ জ্বলে কেন ?
উত্তর : সালফোনিক এসিড থাকার কারণে ।
প্রশ্ন : মরিচ খেতে ঝাল লাগে কেন ?
উত্তর : ক্যাপসাইনিন নামক রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে ।
প্রশ্নঃ পাকা কমলায় কি থাকে?
উত্তরঃ অকটাইল এসিটেট
প্রশ্নঃ তেতুলে কোন এসিড থাকে?
উত্তরঃ টারটারিক এসিড
প্রশ্নঃ টমেটোতে কোন এসিড থাকে?
উত্তরঃ স্যালিক এসিড
প্রশ্নঃ আপেলে কোন এসিড থাকে?
উত্তরঃ ম্যালিক এসিড
প্রশ্নঃ আমলকীতে কোন এসিড থাকে?
উত্তরঃ অ্যাসকরবিক এসিড
প্রশ্নঃ দুধে কোন এসিড থাকে?
উত্তরঃ ল্যাকটিক এসিড
প্রশ্নঃ কমলালেবুতে কোন এসিড থাকে?
উত্তরঃ অ্যাসকরবিক এসিড
প্রশ্নঃ ব্যাটারির মধ্যে কোন এসিড ব্যবহৃত হয়?
উত্তরঃ সালফিউরিক এসিড
প্রশ্নঃ পালংশাকে কোন এসিড বেশি পরিমাণে থাকে?
উত্তরঃ অক্সালিক এসিড
প্রশ্নঃ কফিতে কোন এসিড পাওয়া যায়?
উত্তরঃ ক্লোরোজেনিক এসিড
প্রশ্নঃ পিপড়ার দংশনে কোন এসিড থাকে?
উত্তরঃ ফরমিক এসিড
প্রশ্নঃ ভিনেগারে ( সিরকা) কোন এসিড থাকে?
উত্তরঃ এসিটিক এসিড
প্রশ্নঃ আঙ্গুরে কোন এসিড বেশি পরিমাণে থাকে?
উত্তরঃ টারটারিক এসিড
প্রশ্নঃ আমাদের পাকস্থলীতে কোন এসিড থাকে?
উত্তরঃ হাইড্রোক্লোরিক এসিড
প্রশ্নঃ ভিটামিন সি কোন এসিড হিসাবে পরিচিত?
উত্তরঃ অ্যাসকরবিক এসিড
প্রশ্নঃ পাকা কলায় কি থাকে?
উত্তরঃ এমাইল এসিটেট
প্রশ্নঃ পাকা আনারসে কি থাকে?
উত্তরঃ ইথাইল বিউটারেট
প্রশ্নঃ নাশপাতিতে কি থাকে?
উত্তরঃ ৩-মিথাইল বিউটাইল ইথানোয়েট
প্রশ্নঃ লেবুর রসে কোন এসিড থাকে?
উত্তরঃ সাইট্রিক এসিড
প্রশ্নঃ কচু খেলে গলা চুলকায় কেন?
উত্তরঃ কারণ কচুতে ক্যালসিয়াম অক্সালেট থাকে।